x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

শাকিব খানের ছবি 'মনের মতো মানুষ পাইলাম না'

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৫:০৮

আসছে ঈদে সুপারস্টার শাকিব খানের একমাত্র ছবি 'মনের মতো মানুষ পাইলাম না' মুক্তি পাবে। বুধবার (৭ আগস্ট) মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

ইউটিউবে ছবিটির ট্রেলারে ইতিমধ্যেই প্রায় তিন লাখের উপরে দেখা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন শাকিব-বুবলী এবং ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

ট্রেলারে দেখা যায়, শাকিব খান একজন আইনজীবী। বিদেশ থেকে ব্যারিস্টারি পড়ে দেশে এসেছেন। এসে তার সাথে দেখা হয় সমাজকর্মী চরিত্রে অভিনয় করা বুবলীর সাথে। সেখান থেকেই শুরু হয় ছবির গল্প।

একশন ঘরানার এই ছবিটিতে নারীর সঙ্গে ঘটে যাওয়া অসাধু আচরণ, দেশপ্রেম এবং ব্যক্তিপ্রেমও উঠে আসবে। ধারণা করা হচ্ছে, ছবিটিতে গল্পকে ফুটিয়ে তোলার প্রাধান্য দেওয়া হয়েছে।

এরই মধ্যে ছবিটি পেয়েছে সেন্সর ছাড়পত্র। ঈদের দিন থেকে সারা দেশে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছবিটি।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত