x

এইমাত্র

  •  এসএসসি-সমমানে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ২৩ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬১ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৭ লাখেরও বেশী
  •  করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে রেকর্ড ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫

ইউরোপের দুই দেশ মাতাবেন জেমস

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ২১:১০

সাহস ডেস্ক

দেশের মাটিতে একের পর এক কনসার্টে অংশ নেন নগর বাউল জেমস। দেশির গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বিশাল ভক্তকূল আছে তার। তাই এবার গান শোনাতে ছুটেছেন বিদেশে।

সুইডেন ও ডেনমার্কে দুটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। ২৮ জুন গাইবেন সুইডেনের স্টকহোমে ও ২৯ জুন গাইবেন ডেনমার্কের কোপেনহেগেনে। এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্ক এবং ফেস মিডিয়া ইভেন্ট।

শো দুটিতে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার (২৫ জুন) সকালে দেশ ছেড়েছেন জেমস। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রবিন ঠাকুর। শো শেষে ঢাকায় ফিরবেন ১ জুলাই। আগামী ৪ জুলাই কক্সবাজারে আরেকটি শোতে অংশ নিবেন তিনি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত