x

এইমাত্র

  •  করোনায় রেকর্ড ৩৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ২৪৪ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৫ লাখের অধিক, সুস্থ হয়েছেন ৩১ লাখেরও বেশী
  •  বাংলামোটরে বাসচাপায় প্রাণ গেল দুজনের
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২৩ জনের

মুক্তির প্রথম দিনেই আয় ২০ কোটি রুপি

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৯:২৫

সাহস ডেস্ক

শহীদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমা 'কবির সিং' মুক্তির দিনেই আয় করেছে ২০ কোটি ২১ লাখ রুপি।

২১ জুন (শুক্রবার) দক্ষিণি সিমেনা ‘অর্জুন রেড্ডি’ রিমেক ‘কবির সিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

‘কবীর সিং’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৪ হাজার প্রেক্ষাগৃহে। যার মধ্যে শুধু মাত্র ভারতেই মুক্তি পেয়েছে তিন হাজার একশত তেইশটি প্রেক্ষাগৃহে এবং বাকি ৪৯৩টি প্রেক্ষাগৃহ ভারতের বাহিরে।

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও শালিনি পান্ডে। আর এর হিন্দি রিমেকে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শহিদ কাপুর ও হালের আবেদনময়ী কিয়ারা আদভানি।

মূলত তেলেগু ভাষায় নির্মিত ‘অর্জুন রেড্ডি’ সিনেমা হিট হওয়ার ফলেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা হিন্দীতে এর রিমেক করার সিদ্ধান্ত নেন। ছবিটির প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত