x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১ জনের

ছেলের মঞ্চে উইল স্মিথ

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৪:৩৯

সাহস ডেস্ক

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোলো ক্লাবে কোয়াচোলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল উৎসব অনুষ্ঠিত হয়। সাড়া জাগানো এই উৎসবের ২০তম আয়োজন শেষ হলো

প্রথম পর্বের অনুষ্ঠান হয় ১২ থেকে ১৪ এপ্রিল আবার ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলে দ্বিতীয় ধাপের অনুষ্ঠান। ২০১২ সাল থেকে দুই ধাপে মোট ছয় দিন চলে এই উৎসব।

‘দ্য পারসুইট অব হ্যাপিনেস’ (২০০৬) এবং ‘কারাতে কিড’ (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে দেখিয়েছেন, গায়ক উইল স্মিথের ছেলে জ্যাডেন স্মিথ। গীতিকার বা সংগীতশিল্পী হিসেবেও বেশ নামডাক আছে তাঁর।

ছেলে জ্যাডেনের পরিবেশনার দিন সবাইকে অবাক করে দিয়ে লাফ দিয়ে মঞ্চে উঠে আসেন বাবা উইল স্মিথ। উপস্থিত সবাই কিছু বুঝে উঠতে না উঠতেই জ্যাডেনের ‘আইকন’ গান গেয়ে শোনান বাবা। জ্যাডেনও দেরি না করে বাবার এই পরিবেশনা ভিডিও করেন।

এবার উৎসবে উপস্থিত ছিলেন চাইল্ডিস গ্যাম্বিনো, টেম ইম্পালা বা আরিয়ান গ্রান্ডের মতো তারকারা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত