এক ক্রন্দনরত নারীর কাহিনী

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:১২

সাহস ডেস্ক

মাইকেল কেভস পরিচালিত ভৌতিক সিনেমা ‘দ্য কার্স অব লা লোরোনা’ ১৯ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

দক্ষিণ আমেরিকার লোককাহিনীতে লা লোরোনা এক ক্রন্দনরত মহিলা যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদে। নদীর পানি বেড়ে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে যায়। লা লোরোনা পানির কাছে থাকে আর ‘লা লোরোনা’র অভিশপ্তরা লা লোরোনার মতো হয়ে যান।। মেক্সিকো থেকে চিলি পর্যন্ত ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভীতিকর এক বিষয় এটি।

এই লোককাহিনী অবলম্বনেই নির্মিত হয়েছে ‘দ্য কার্স অব লা লোরোনা’। এতে অ্যানা মার্কিন সমাজকর্মীকে তার দুই সন্তানসহ ভয়ংকর সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যাবে।

‘দ্য কার্স অব লা লোরোনা’ ছবিতে অভিনয় করেছেন লিন্ডা কারডেলিনি, রেমন্ড ক্রুজ, প্যাট্রিসিয়া ভ্যালাসকেজসহ আরো অনেকে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত