x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

চার বছর পর একসঙ্গে মোশাররফ ও মৌসুমি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১

সাহস ডেস্ক

দীর্ঘ ৪ বছর পর আবারও জুটি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী মৌসুমি হামিদ।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ৭ পর্বের একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

নাটকের নাম ‘আমি তো সে না’। নির্মাণ করেছেন তারেক মোহাম্মদ হাসান। মফস্বলের একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেম-ভালোবাসা ও খুনসুটি নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। দীর্ঘ চার বছর একসঙ্গে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, গল্পটি আমার পছন্দের।

মৌসুমি হামিদ বলেন, মোশাররফ ভাই আমার পছন্দের অভিনেতা। তার সঙ্গে চার বছর পর জুটিবদ্ধ হয়েছি। খুব ভালো লাগছে। আশা করছি, নাটকটি দর্শকদের বিনোদিত করবে।

নাটকটি আগামী ঈদুল ফিতরে একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত