x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১ জনের

‘আশা-লতা’কে নিয়ে টিভি সিরিয়াল

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২২

সাহস ডেস্ক

আশা আর লতা দুই বোনই নামকরা গায়িকা। দু’জনের স্বপ্ন গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। ভারতের দুই গায়িকা-বোনের সম্পর্ক নিয়ে আজ থেকেই শুরু হচ্ছে নতুন একটি বাংলা টিভি সিরিয়াল ‘আশা-লতা’।

৯ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে নতুন বাংলা টিভি সিরিয়াল ‘আশা-লতা’।

এই দুই বোনের সম্পর্কে ভালবাসা যেমন থাকে তেমনি মনের গভীরে হয়ত কখনো জন্ম নেয় হিংসাও। আর দুই বোনের স্বপ্ন যদি এক হয় তাহলে কখনো সংঘাত তো হতেই পারে। আশা আর লতার মাঝেও তেমনি একটা সময় শুরু হয়েছিল সংঘাত।

আশা ছিলেন কিছুটা আধুনিক। আর লতা ছিলেন কিছুটা রক্ষণশীল। ১৬ বছর বয়সে আশা তার বড় বোন লতার সেক্রেটারি গণপত্রাও ভোঁসলের প্রেমে পড়েন। এ সম্পর্ক মেনে নিতে পারেননি লতা। তিনি বাড়িতে ভোঁসলের প্রবেশও বন্ধ করে দেন।

এ অবস্থায় আশাকে পুরো পরিবার ছেড়েই ভোঁসলের কাছে যেতে হয়েছিল। ভোঁসলের সঙ্গে আশার বিয়ে নিয়ে বোন লতার সঙ্গে সৃষ্টি হয়েছিল ঘোরতর সংঘাত। বহুদিন বাদে আশার ছেলের জন্ম হওয়ার পর লতা মুঙ্গেশকরের পরিবার তাদের বিয়ে মেনে নেয়।

দুই বোনের জীবনের কাহিনী নিয়েই এসেছে সান বাংলা-র নতুন ধারাবাহিক ‘আশালতা’। যেটি দেখা যাবে সন্ধ্যা সাতটা থেকে। স্বাভাবিকভাবেই এ ধারাবাহিকের মূল কাঠামোতে আছে অনেক গান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত