মমেক ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৭
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দু'পক্ষের ৭ জন আহত হয়। গত সোমবার (২৫সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে মমেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো ৫ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ফায়েদুর রহমান আকাশ (ম-৫৫), সাদ মঞ্জুর (ম-৫৬), শাহরিয়ার সৌমিক (ম-৫৬) রয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মমেক ছাত্রলীগের সভাপতি ডা. অনুপম সাহা ও সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল হাসানের অনুসারীদের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নিজেরাও জড়িয়ে পড়ে। অডিটোরিয়ামে থাকা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা আতঙ্কিত হয়ে দ্রুত অডিটোরিয়াম ত্যাগ করেন। এ সময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদেরসহ আরো অনেক অতিথি উপস্তিত ছিলেন। তারা সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অডিটোরিয়াম ত্যাগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার পর দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের শোডাউন করতে দেখা যায়।