শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত কলিমউল্লাহ

প্রকাশ | ১৪ জুন ২০২১, ১৪:৩৫

অনলাইন ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতর্কিত সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। এদিকে রবিবার (১৩ জুন) রাত ৮টার উপাচার্যের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতশবাজি ফুটিয়ে ও মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে শিক্ষার্থীরা।

উল্লাসে অংশ নেওয়া কায়ছার হামিদ নামে এক শিক্ষার্থী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবশেষে কলিমউল্লাহ মুক্ত হলো। আর এই খুশিতেই আমরা মিষ্টি বিতরণ করছি।