পরীক্ষা পেছানো সম্ভব নয়, ১৯ মার্চেই ৪১তম বিসিএস পরীক্ষা

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১৬:০৮

সাহস ডেস্ক

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ১৯ মার্চ নির্ধারিত দিনে পরীক্ষা সম্পন্ন করতে আর বাধা রইলো না। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪১ তম বিসিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। এ অবস্থায় পরীক্ষা পেছানো সম্ভব নয়।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বূধু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক পরীক্ষার্থী রিটটি করেন। রিট আবেদনে করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত