স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৯

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর ৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। 

দীপু মনি বলেন, ক্লাস শুরুর আগেই সকল শিক্ষককে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ প্রসঙ্গে সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। আশা করছি, আবাসিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৭ মের আগেই ভ্যাকসিন পাবে।

এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৭ মে পুনরায় সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া এবং ২৪ মে থেকে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। তবে অনলাইনে ক্লাস চলমান থাকবে, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার আগে কোনো পরীক্ষা হবে না।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সেই ছুটি পরবর্তীতে কয়েক ধাপে বাড়ানো হয়। সর্বশেষ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির পাশাপাশি গত বছরের এইচএসসি ও সমমান, প্রাথমিক সমাপনী ও সমমান এবং জেএসসি ও সমমান পরীক্ষা বাতিল করে সরকার।