সাত কলেজ শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির অনলাইন বৈঠক শেষে জানানো হয় চলমান এবং ঘোষিত পরীক্ষাগুলো চলবে। এমন সিদ্ধান্তের পর সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। তবে বৈঠকের পর জানানো হয়েছে, সাত কলেজের আজ বুধবারের চতুর্থ বর্ষের ও আগামীকাল বৃহস্পতিবারের তৃতীয় বর্ষের দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ বলেন, ‘আজকের চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আগামীকালের তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মার্চে।’

গতকাল মঙ্গলবার সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এ সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এরপরই রাতে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাত কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির অনলাইন বৈঠকে শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত এলে তারা বিকেল ৪টা ১০ মিনিটে রাস্তা ছেড়ে দেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত