পাশের হার ও জিপিএ ৫ তালিকায় শীর্ষে রাজশাহী বোর্ড

প্রকাশ : ৩১ মে ২০২০, ১২:২৬

সাহস ডেস্ক

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় ৮২.৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ৭ শতাংশ পাস করেছে।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এবার জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। পাশের হার ও জিপিএ ৫ দুই তালিকায় শীর্ষে রাজশাহী বোর্ড। এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করছে, এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৩টি। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি।

ঢাকা বোর্ডে এবার পাশের হার ৮২.৩৪ শতাংশ, জিপিএ ৫: ৩৬ হাজার ৪৭ জন। যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১, জিপিএ ৫: ১৩ হাজার ৭৬৪ জন; কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ ৫: ১০ হাজার ২৪৫ জন, বরিশাল বোর্ডে পাশের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ ৫: ৪ হাজার ৪৮৩ জন; দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২.৭৩ শতাংশ, জিপিএ ৫: ১২ হাজার, ৮৬ জন।

এছাড়া ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, জিপিএ ৫: ৭ হাজার ৪৩৪ জন; রাজশাহী বিভাগে পাশের হার ৯০.৩৭ শতাংশ, জিপিএ ৫: ২৬ হাজার ১৬৭ জন; চট্টগ্রাম বিভাগে ৮৪.৭৫ শতাংশ, জিপিএ ৫: ৯ হাজার ৮ জন; সিলেট বিভাগে পাশের হার ৭৮.৭৯ শতাংশ, ৪ হাজার ২৬৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত