ঢাবি'র 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৪:২৮

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ হাজার ১৭৭ শিক্ষার্থীর মধ্যে তিন বিভাগ মিলিয়ে ১১ হাজার ১৫৮ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে নৈর্ব্যক্তিক অংশে ১২ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী পাস করেছেন। লিখিত অংশ মূল্যায়নের পর তাদের মধ্যে ১১ হাজার ১৫৮ জন সমন্বিতভাবে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন।

ফলাফলে বিজ্ঞান শাখা থেকে ৮ হাজার ৪৮৫ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২ হাজার ১০৪ জন আর মানবিক শাখা থেকে ৫৬৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান শাখা থেকে এক হাজার ৯৭ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৪১০ জন আর মানবিক শাখা থেকে ৫৩ জন এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) 'ঘ' ইউনিটের ফল জানা যাচ্ছে। মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমেও জানা যাচ্ছে ফলাফল৷ এর জন্য যেকোনো অপারেটরের গ্রাহকেরা মুঠোফোনের ম্যাসেজ অপশন থেকে DU<GHA<Roll No লিখে 16321 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 'চয়েস ফরম' ও বিস্তারিত ফরম পূরণ করতে বলা হয়েছে৷ নির্ধারিত ফি দিয়ে ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত