বাকৃবিতে ছাত্রীদের হলে অগ্নিকাণ্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৯, ১৬:০৭

সাহস ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের আবাসিক বেগম রোকেয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে হলের ‘এ’ ব্লকের ৫১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।

জানা যায়, ওই কক্ষের একজন ছাত্রী দীপাবলি উপলক্ষে মোমবাতি জালিয়ে জানালার পাশে রেখে কক্ষ তালাবন্ধ করে বাহিরে চলে যান। ওই মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে অন্য কক্ষের ছাত্রীরা আগুনের ধোঁয়া দেখতে পেলে হল কর্মচারীদের জানায়। কর্মচারীরা তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই ছাত্রীর বই-খাতা ও আসবাবপত্র পুড়ে যায়। তবে কক্ষের অন্য ছাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, ওই কক্ষের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে এ ব্যাপারে ওই হলের ছাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত