সৌদি আরবে এসএসসি দিচ্ছেন ২৭৯ শিক্ষার্থী

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩১

অনলাইন ডেস্ক

দেশের পাশাপাশি সৌদি আরবেও ২৭৯ প্রবাসী শিক্ষার্থী দুইটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সৌদি আরবের যে দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের রিয়াদ ও জেদ্দা শাখা।

১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা।

এবার রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১২৮ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১৭ জন। এর মধ্যে ৪৯ জন ছাত্র ও ৬৮ জন ছাত্রী।

রিয়াদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আছেন রিয়াদ দূতাবাস সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আব্দুল ওহাব। সার্বিক পরিচালনায় আছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদরুল আলম।

অন্যদিকে, জেদ্দা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৬২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬২ জন ছাত্র ও ৮০ জন ছাত্রী।

কেন্দ্রটির সচিবের দায়িত্বে আছেন অধ্যক্ষ হামদুর রহমান। পরীক্ষায় কনসাল জেনারেলের পক্ষে কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে আছেন শিক্ষা ও শ্রমবিষয়ক কনসাল কে এম সালাহউদ্দিন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর