তৃতীয় দিনে টোল আদায় ১ কোটি ৯৪ লাখ

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৭:৫১

সাহস ডেস্ক

যান চলাচলের তৃতীয় দিনে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১শ’ টাকা। এ সময় সেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি। বুধবার (২৯ জুন) পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এদিন জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ৭ হাজার ২৭৬টি গাড়ি। যা থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩শ’ টাকা। এ ছাড়া মাওয়া প্রান্তে ৭ হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮শ’ টাকা টোল আদায় হয়েছে।

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর রবিবার সকাল থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। উদ্বোধনের প্রথম দিন দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৬১ হাজার ৮৩১টি এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

সাহস২৪.কম/এআর/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত