সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬০

প্রকাশ | ২০ মার্চ ২০২২, ১৯:৩৭ | আপডেট: ২০ মার্চ ২০২২, ১৯:৫৬

অনলাইন ডেস্ক

ভোজ্যতেল সয়াবিনের দাম লিটার প্রতি ৮ টাকা কমিয়ে ১৬৮ টাকা থেকে ১৬০ টাকা করা হয়েছে।

রবিবার (২০ মার্চ) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তেল আমদানিকারক ও রিফাইনার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

সচিব বলেন, আজকে তেল রিফাইনারি ও আমদানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতিলিটার বোতলজাত তেল ১৬০ টাকা, পাঁচ লিটার বোতলজাত ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দাম আগামী ২২ তারিখে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এসএম শফিকুজ্জামান, সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহাসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।