নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বিশেষ কার্ড পাবেন ১ কোটি মানুষ: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৬:৫৬

সাহস ডেস্ক

সরকার এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেবে যাতে তারা কম দামে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৫ মার্চ) সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সভায় সভাপতিত্বকালে একথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার এই ব্যবস্থা নিচ্ছে।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে প্রায় ৫০ লাখ মানুষকে ১০ টাকা কেজি টাকা দরে চাল কেনার কার্ড দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সেই ৫০ লাখ মানুষ এবং আরও এক কোটি মানুষকে বিশেষ কার্ড দিয়ে সহায়তা করব যাতে তারা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।

তিনি বলেন, করোনা মহামারি চলাকালীন সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া ৩৮ লাখ লোককে এ্ই এক কোটির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের কাছে এখনও ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে এবং এক্ষেত্রে কোনো সমস্যা নেই।

ফসল উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য এক টুকরো জমিও অনাবাদি রাখা উচিত নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত