দুই হাজার ৫৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০৩:৪৪

সাহস ডেস্ক

করোনাকালে পিছিয়ে পড়া গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দুই হাজার ৫৫০ কোটি টাকা। এই ঋণ দারিদ্র্য নিরসনের পাশাপাশি টেকসই গ্রামীণ অর্থনীতি বিনির্মাণে সহায়তা করবে।

মঙ্গলবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই হয়েছে।

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন ঋণ চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ অর্থের মাধ্যমে উদ্যোক্তা সহায়তার পাশাপাশি দরিদ্র ও চরম দরিদ্র মানুষের দক্ষতা বিকাশের উন্নয়ন ঘটবে। দ্যা রেজিলেন্স, ইন্টারপ্রিনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে ৭ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত