রিজার্ভ রেকর্ড ৪৬ বিলিয়ন ডলার

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০৩:৪০

সাহস ডেস্ক

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৪৬ দশমিক ০৮২ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য থেকে এটি জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালে ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৫৮৯ বিলিয়ন ডলার। ১ জুলাই ২০২০ থেকে ২৮ জুন ২০২১ পর্যন্ত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রিজার্ভ এর আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত