চিকিৎসকদের জন্য ঘোষিত প্রণোদনার প্রথম ভাগ ছাড় হয়েছে

প্রকাশ : ২১ এপ্রিল ২০২১, ১৫:৩৭

সাহস ডেস্ক

করোনা মহামারিকালে চিকিৎসকদের জন্য ঘোষিত প্রণোদনার প্রথম ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজের লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমীন।

বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড় দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৫টি সরকারি হাসপাতালে কর্মরত কর্মীরা টাকা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত