মার্চে প্রবাসী আয় বেড়েছে ৫০ শতাংশ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ০৩:১২


দেশে মার্চ মাসে আসা রেমিটেন্স গেল বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯২ কোটি ডলার। যা ২০২০ সালের মার্চ মাসে ছিল ১২৮ কোটি ডলার।
বৃহস্পতিবার (১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের এক প্রিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে চলতি অর্থবছরের ৯ মাসে রেমিটেন্স এসেছে ১৮৬০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, প্রবাসী আয় পাঠানোর নিয়ামকানুন সহজ করা, ২ শতাংশ নগদ প্রণোদনাসহ সরকারে বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।
তিনি আরও বলেন, আমাদের এ অর্জন দিন দিন বেড়েই চলেছে। আমাদের প্রত্যাশা এটি আরও বাড়বে। এ বিষয়ে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কাউকে হয়রানি হতে হয় না, রেমিটেন্স সময়মতো উপকারভোগীর হাতে পৌঁছে যায়। যে কারণে এটি দিন দিন বেড়েই চলেছে এবং বাড়তেই থাকবে।