২০২৫ সালে জাহাজ রপ্তানি করে চার বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৩৩

সাহস ডেস্ক

সরকার জাহাজ রপ্তানি করে ২০২৫ সালের মধ্যে চার বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে জাহাজ রপ্তানি করে আয় হয় এক বিলিয়ন ডলার।

সোমবার (২৫ জানুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা জানানো হয়। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২০ এর অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালার আওতায় ঋণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত