২ লাখ ৫ হাজার কোটি টাকার এডিপির খসড়া চূড়ান্ত

প্রকাশ : ১৩ মে ২০২০, ০৫:১৭

সাহস ডেস্ক

বরাবরের মতো পরিবহন, বিদ্যুৎখাতকে অগ্রাধিকার  দিয়ে  পরিকল্পনা  মন্ত্রণালয়  আগামী অর্থবছরের জন্য ২ লাখ  ৫ হাজার ১৪৫ কোটি  টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর খসড়া চূড়ান্ত করেছে।

মঙ্গলবার (১২ মে) পরিকল্পনা কমিশনের সভাকক্ষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এনইসি সভায় নতুন এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

তবে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবার এনইসি সভা নাও হতে পারে। সে ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এডিপির একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলে সেটির চূড়ান্ত অনুমোদন দেবেন।

সূত্র আরও জানায়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যে এডিপিতে নয় হাজার ৪৬৬ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। সে ক্ষেত্রে মোট এডিপির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চলতি বছরের এডপিতে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তারা আরও বলছেন, এডিপির এক লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা আসবে সরকারি কোষাগার থেকে এবং ৭০ হাজার ৫০১ কোটি টাকা আসবে বিদেশি সহায়তা থেকে।

আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে এক হাজার ৮৪৭টি অনুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাড়া এটি হবে এক হাজার ৫৮৮টি।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাড়া প্রকল্পের সংখ্যা ছিল এক হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে ১৫৬টি উন্নয়ন প্রকল্প কমে যাচ্ছে।

সূত্র জানায়, প্রস্তাবিত এডিপিতে পরিবহন খাত সর্বোচ্চ বরাদ্দ পাবে, যা ৫২ হাজার ১৮৩ কোটি টাকা বা প্রায় ২৬ শতাংশ। এর পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে ভৌত অবকাঠামো খাতে, ২৫ হাজার ৭৯৫ কোটি টাকা বা ১৩ শতাংশ।

এ ছাড়া বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৮০৪ টাকা, শিক্ষায় ২৩ হাজার ৩৯০ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ৪৫৮ টাকা, পল্লী উন্নয়ন খাতে ১৫ হাজার ৫৫৫ টাকা, স্বাস্থ্যে ১৩ হাজার ৩৩ টাকা, কৃষিতে ৮ হাজার ৩৮২ টাকা, পানি সম্পদে ৫ হাজার ৫২৭ টাকা ও জনপ্রশাসন খাতে ৪ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত এডিপিতে ৯টি মেগাপ্রকল্পে ২০ শতাংশ বা ৩৭ হাজার ৫১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র নির্মাণ প্রকল্পে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা, পদ্মা সেতু প্রকল্পে ৫০০০ কোটি টাকা, মাতারবাড়ী কোলবেজ বিদ্যুৎকেন্দ্রে ৩৬৭০ কোটি টাকা ও মেট্রোরেলে ৪৩৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত