শর্ত ভাঙা ঋণ রিসিডিউলের বিষয়ে আমার জানা নেই: অর্থমন্ত্রী

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৪৬

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘শর্ত ভেঙে ব্যবসায়ীদের ঋণ রিসিডিউলের সুযোগ দেওয়ার বিষয়ে আমার কিছুই জানা নেই। ঋণ রিসিডিউলের বিষয়টি আমি পত্রিকায় দেখেছি।’

২৮ আগস্ট (বুধবার) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘আমার কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। যেটা মিডিয়ায় এসেছে সেটাকে রেফার করেই আমি আরও ডিটেইলে যাবো। তারপর ঋণ রিসিডিউলের বিষয়টি সুন্দরভাবে বলতে পারবো।’

অর্থমন্ত্রী হিসেবে ঋণ রিসিডিউলের বিষয়টিকে কীভাবে দেখছেন- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখনো জানি না কোন বিবেচনায় তাদের এ সুযোগ দেওয়া হলো। আগে কী শর্ত ছিল সেগুলো আমাদের দেখতে হবে। দিচ্ছে কিনা তাও জানি না। পত্রিকাতে তো সবকিছু ঠিক থাকে না। মিডিয়া কি সব সময় সব ঠিক লেখে? অনেক সময় মাঝে মাঝে মিডিয়া কিছুটা ভুলও লেখে। তবে সব সময় এমনটা হয় না। দু’এক সময় এ সমস্যাটা হয়।’

২০১৫ সালে ১১ ব্যবসায়ীকে ঋণ রিসিডিউল সুবিধা দেওয়া হয়েছিলো। ওই সময় বলা হয়েছিল, তারা যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে তাদের আর এ ধরনের সুযোগ দেয়া হবে না। কিন্তু মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে আবারও তাদের নতুন করে রিসিডিউলের সুযোগ দেওয়া হয়। এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত