ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৭:৪৯

সাহস ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রবিবার (১০ মার্চ) ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ও ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩১১ ও ২০০১ পয়েন্টে রয়েছে। 

এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ২৯ পয়েন্ট বাড়ে। এরপর ১০টা ৪৫ মিনিটে সূচক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে বেলা ১১টার দিকে ৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান নেয়। এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করে। তবে দিনশেষে সূচক ঊর্ধ্বমুখী থাকে।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১৪ লাখ। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা কম। আগের কার্যদিবস বৃহস্পতিবার (০৭ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯১ কোটি ৫৭ লাখ টাকার।

এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, সিঙ্গার বিডি, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, বিএসসিসিএল, বিডিকম, প্রিমিয়ার ব্যাংক ও ভিএফএস ডায়িং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। 

সিএসইতে ২৩ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত