x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৮৬ জন, মৃত ৩০ জন
  •  সাহেদকে ‘সমাজসেবক’ ভাবতেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা!
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৬৩ হাজার, আক্রান্ত ১ কোটি ২৬ লাখেরও বেশি
  •  মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

অপেক্ষা

প্রকাশ : ২২ মে ২০২০, ১৭:৩৩

হারিয়ে যাওয়া পথের কথা ভুলে গেছি  
আমি আর খুঁজিনা তারে
যে আমাকে ভুলে গেছে। 

নক্ষত্রেরা অপেক্ষায় থাকে 
বুনো হাঁস বলবে কথা
ডানায় দিগন্ত ছোঁয়ার ভালোবাসা ।

ফিরে আসা বৃষ্টির রাতে
মৃত্তিকা প্রেমে শস্যের ঘ্রাণ 
জন্মের আত্মকথা লেখা থাকে।  

ফুলের সৌরভে  
বসন্তের মাতাল হাওয়া 
জেগে থাকে প্রণয়ের অভিলাষ । 

অরণ্যের হাতছানি 
জোনাকির আলোতে 
হারিয়ে যাওয়ার নিবিড় আহ্বান। 

নদীর প্রণয়ে জলের স্রোত
জলের কোলাহলে মিশে যায় 
কোন এক চৈত্র মাসে নদীও থেমে যায় ।
 
জল মগ্নতায় জীবন যাপন
ভাসছো তুমি সে কোন জলে 
জলের জীবন জলে ভাসে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত