কবিদের সুষম খাদ্য
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০২:১৭

কবিতায় লেখা হোক জীবনের নানান কথা
কবিতায় বলা হোক না বলা অব্যক্ত যত কথা।
কবিতার ভাষা হোক মনের অঙ্কুরিত ভাষা
কবিতার ভাঁজে ভাঁজে লেখা হোক জীবনগাঁথা।
কবিতায় হোক যত অন্যায়ের প্রতিবাদ,
কবিতায় মানুষ খুঁজে পাক মুক্তির অনাবিল স্বাদ।
কবিতার শব্দে শব্দে গাঁথা হোক জয়ের ইমারত
গাঁথুনির আড়ালে লুকিয়ে থাকুক পরাজয়ের বিষাদ।
কবিতায় লেখা হোক যত প্রাপ্তির ইতিহাস
নির্বাক নয়, প্রতিটি কবিতাই হোক সবাক।
কবিতা হোক অনাশ্রিতের নিরাপদ আশ্রয়
কবিতার বাস হোক আমাদের নিবিড় আত্মায়।
প্রতি প্রহরে জন্ম হোক লক্ষ-কোটি কবিতা
কবিদের সূষম খাদ্য তালিকায় শীর্ষে থাকুক কবিতা।
সাহস২৪.কম/এমআই