সন্তোষ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৩

কাজী সাফায়েতউল্লা

সন্তোষ তুমি আজও ফেরোনি
ফিরে দেখোনি তুমি আমার কোন কাজে,
আমার সন্তোষ তুমি হারিয়েছো
ধুলো মাঠ কিষাণ আর রক্ত ঘামের কাছে।

সন্তোষ আমার অর্ণব তাও হয়নি অকুণ্ঠ
নিরন্তর বয়ে চলেছে অক্লান্ত শ্রান্তিতে,
সন্তোষ তুমি দেখো আমার দিকে
আমি রয়েছি বেঁচে অপ্রাপ্তির শান্তিতে।

সন্তোষ আমার প্রাপ্তি ভিক্ষুক পরিব্যাপ্ত পেটে
অন্ত নেশা ঐ ওদের অন্ন গন্ধে,
তুমি দিলে না দেখা আবছা ভাবে
তবু চাইবো না কিছু এরা যবে মোক্ষ পাবে।

সন্তোষ এই সময় যেদিন বদলে যাবে 
অতঃপর তারা সেদিন মুক্তি পাবে,
এরা সবাই এদিন স্বতন্ত্র ভাবে
রাজমার্গ জুড়ে সবার মতোই এগিয়ে রবে।

সন্তোষ তুমি সেই স্বর্ণ দিনে
আমার অন্তঃকরণ জুড়ে জায়গা পাবে,
তাদের সেই স্বর্ণ আলোক ক্ষণে
আমার সর্ব প্রাপ্তির অবসান হবে।

তবু সন্তোষ তুমি আজও ফেরনি
মিশেছো ফুটপাত ক্লান্ত শীত ঘুমের মাঝে,
সন্তোষ তুমি তবু আজও আসনি
মিশে শহর রাস্তা জুড়ে পুতুলের সাজে।

সাহস২৪.কম/এমআই/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত