পূনর্জন্মে
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৭

পূনর্জন্মে আমি হয়ে
জন্ম নিও তুমি,
বুঝবে তখন আমার বুকে
কি ব্যথার সুনামি।
কি ভয়ানক পরীক্ষাতে
ফেলেছিলে আমায়,
রেখেছিলে এক সমুদ্র
সমান অবহেলায়।
জ্বালিয়েছিলে বুকের ভেতর
কোন হাবিয়ার আগুন,
দিয়েছিলে মুছে আমার
চিরকালের ফাগুন।
বুঝবে সেদিন কি হাহাকার
পোড়াতো এই আমায়,
একটুখানি ভালোবাসা
একটু প্রেমের আশায়।
সবার জন্য তোমার ছিলো
কেমন গভীর মায়া,
আমার জন্য গনগনে রোদ
কোথায় মায়া, ছায়া।
সবার ভালোবাসার প্রতি
আদর ছিলো তোমার,
সবচেয়ে বেশি ভালোবেসেও
জোটেনি যা আমার।
পূনর্জন্মে আমি হয়েই
জন্ম নিও তুমি,
বুঝবে তখন, কি নিদারুণ
কষ্টে ছিলাম আমি।