চণ্ডালের কবিতাগ্রন্থ 'তুমি আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদক'

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০০

সাহস ডেস্ক

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি চণ্ডালের কবিতাগ্রন্থ ‘তুমি আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদক’। প্রেমের ভাষায়, ভালবাসার ভাষায়, প্রতিবাদের ভাষায় সুনিপুণ ভাবে সাজানো হয়েছে এই গ্রন্থটি। মানুষ তার প্রিয়জনকে বলতে পারুক, ‘তুমি আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাদক’।

বইটির প্রচ্ছদ করেছেন এনায়েত ইসলাম। প্রকাশ করছে আনন্দম। ৬৪ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

বইটি সম্পর্কে চণ্ডাল বলেন, দুনিয়ার মানুষ ভালবাসতে ভুলে গেছে। মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে সহমর্মিতা, মহানুভবতা, মানবতা, সহনশীলতা, প্রেম, ভালবাসা উঠে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করতে মানুষ ভয় পাচ্ছে, ভুলে যাচ্ছে। মানুষের মধ্যে প্রেম জাগ্রত হলে, ভালবাসা জাগ্রত হলেই লেখক হিশেবে তিনি সার্থক হবেন।

বাংলা ১৩৯৪ সালের পৌষ সংক্রান্তিতে পিরোজপুরে জন্মগ্রহণ করেন এ কবি। শৈশব, কৈশোর কেটেছে পিরোজপুরে। পরে বেড়ে ওঠেছেন ঢাকায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত