এম এল শিকদারের ‘দেহান্তরী’

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫০

সাহস ডেস্ক

গ্রন্থিক প্রকাশন  থেকে প্রকাশিত কবি এম.এল. শিকদার এর দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘দেহান্তরী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন আশির দশকের স্বনামধন্য কবি ও রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সাহিত্য পাড়ায় তিনি বুলান্দ জাভীর নামে সুপরিচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি এবং ভাষা ও উত্তর উপনিবেশিক তাত্ত্বিক ফয়েজ আলম, ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেন, মোঃ শওকত আলী খান ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কবি বুলান্দ জাভীর বলেন, কবি এম.এল. শিকদার শব্দের জটে নয় বরং ভাবে ও যাপনে কবি। তার কবিতা মানুষের জীবনের বোধকে নাড়িয়ে দেয়, ভাবনার দ্বার উন্মোচিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত