কবিতা

অরণ্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ১৪:৩২

এক আজানা অরণ্যে আমাদের বসবাস
পাশাপাশি তবুও যোজন যোজন ব্যবধানে 
মোহ জাগানিয়া প্রণয়ের আহ্বানে ছুটে চলা
নিভৃতে হৃদয়ের ছায়াপথে একাকী পথিক।  
হয়তবা হবে আবারো আমাদের দেখা
চেনা কিংবা অচেনা পথে- যে পথে জেগে আছে
চিরায়ত প্রেমের এক নিষিদ্ধ অভিসার। 
নীরবতা করবে দখল আমাদের কোলাহল
কত কথা বলতে চেয়েও হবেনা বলা
কন্ঠের আদ্রতায় থেমে যাবে সকল উচ্ছ্বাস 
আমাদের পরিচয় হবে কেবলি ক্রীতদাস। 
আমাদের না বলা কথা ফিরে যাবে
কোন এক সন্ধ্যা তাঁরার সাথী হয়ে
জল জোছনার আঁচলে হৃদয়ের কথা হবে  
কোন এক দিবসে বিলিয়ে দিব প্রেমের অনুরাগে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত