মেটামরফোসিস

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১৫:৪০

সাদা কালোতেই বেশ ছিলাম 
আর কিছু চাইনি 
হঠাৎ করে রঙের কৌটা খুলে
রঙধনু আঁকতে বললে 
জীবন হয়ে গেল 
ঘোড়দৌড়ের নাকাল ভূমি। 

সেই থেকে কেবল ছুটে চলা 
নেই অবসর, শুধুই হাহাকার 
চাওয়া পাওয়ার ক্রমাগত পরিব্যক্তি
কেন, কোথায়, কি যে চাই 
হিসাব মিলে না দিন শেষে
তথাপি বাজিতেই থাকি 
জ্যাকপট পাওয়ার অলীক প্রত্যাশায় 
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই সভ্যতা। 

ফিরে দেখা সময়ে 
অনুভবে এক বিস্ময় জাগে 
জীবন নয়তো রেসের ঘোড়া। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত