ভালোবাসা

প্রকাশ : ১৭ মে ২০২০, ১৪:১০

 

ভালোবাসা কিনতে চাই
একশত ভাগ বিশুদ্ধ তরতাজা ভালোবাসা
মিলছে না কোথাও- দেশে কিংবা বিদেশে, হাঁটে-বাজারে, দোকান-পাটে, ঝকমকে মলে, অলিতে-গলিতে, বড় রাস্তায়, শহর কিংবা গ্রামে। 

এখন কেবল বিক্রি হয় 
যুদ্ধ, ঘৃণা , বিদ্বেষ, মারামারি, খুনোখুনি, ধর্ষণ
নির্দয়- নির্মমতা সহজেই পাওয়া যায় সস্তা দামে। 

ভাবছো ভালোবাসা এ আর এমন কি- দিয়ে দেবো
বেমালুম ভুলে গেছো ভালোবাসা ফেরি হয়না হাঁটে
জন্ম হয় হৃদয় থেকে হৃদয়ের সন্তরণে- হৃদয়ের ঋণে
ভালোবাসার লালিত শ্রোত হৃদয়কে প্লাবিত করে 
আপন মমতায় জাগিয়ে রাখে পৃথিবীর ভালোবাসা। 

হায়ানারও ভালোবাসা থাকে হায়ানার জন্য 
কেবল মানুষের ভালোবাসা নেই মানুষে 
কি অদ্ভুত পশুদের নিয়ে আমাদের বসবাস
শুধুই পশুদের সংখ্যা বাড়ে হয়না পশুত্বের বিনাশ। 

অভিসম্পাত দিতে চাই, কিন্তু কাকে দিব! 
তুমি, আমি, আমারা- সবাই এর যোগ্য 
পৃথিবীর সব ভালোবাসা মরে গেছে দানবের হাতে।
  
পৃথিবীর জন্য ভালোবাসা কিনতে চাই- যে কোন মূল্যে
ভালোবাসার অমৃত সুধায় পৃথিবী জীবন ফিরে পাক 
এসো ভালোবাসা বিলিয়ে দেই হৃদয়ের উষ্ণতায় 
মানুষের হাতে রচিত হোক এক মানবিক পৃথিবী । 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত