মুন্না তু উধার যা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২০, ১৮:০৯

মুন্না তু উধার যা

এস. এম. মনজুরুল হান্নান খান 

এ মুন্না তু উধার যা-
সেই থেকে মুন্নারা সব ঘুরে ঘুরে মরে 
এদিক ওদিক, ওদিক এদিক, সেদিক বেদিক 
বক্রাকারে, চক্রাকারে দেশ থেকে দেশ, দেশান্তরে। 

নেইতো ঘর, নেইতো গ্রাম, নেইতো তাদের দেশ
পৃথিবীতে টিকে থাকে মুন্নারা- হয়না তাদের শেষ 
বেঁচে থাকে দুর্বিপাকে, লাটিম হয়ে ঘুরতে থাকে, 
পাখির মতো উড়ে উড়ে প্রাণের আশায় ছুটতে থাকে,
জীবন বাজি রাখতে থাকে, ধরে রাখে জীবনটাকে। 

ছোট লোকের বাচ্চারা সব কোন কথাই শুনছে না
যত বলি চুপ করে থাক চুপ করে সে থাকছে না 
দলে দলে পঙ্গপালে কোন বাঁধাই মানছে না 
খাবার কথা শুনলে পরে লজ্জা শরম রাখছে না
হামলে পড়ে তার উপরে তেমন কিছুই পাচ্ছে না
কেমন করে বেঁচে যাচ্ছে মরতে গিয়েও মরছে না।

মন ভোলানো গান শুনিয়ে রাখবে তাদের ঘুম পাড়িয়ে 
এমন যাদু কোথায় পাবে মুন্নারা সব যাবে হারিয়ে  
যতই দেখাও ভেল্কিবাজি, নানা রকম তেলেসমাতি দেখাও তোমার ঘোড়া হাতি, মেলবে ধরে বুকের ছাতি। 

মরবে না সে মরবে না, বাঁচার দাবি ছাড়বে না 
পাইক পেয়াদা যতই ছাড়, দমবে না সে দমবে না 
বিশ্ব শুধু দেখবে চেয়ে মুন্নারা সব আসছে ধেয়ে 
বুঝে নিতে দেনা পাওনা ধরবে ঘিরে হিসাব চেয়ে ।

ভাবছো যত সহজ হবে তত কিন্তু সহজ না
মুন্নারা সব জোট বেঁধেছে আর পিছু সে হটবে না 
আসবে তারা সদলবলে বিজয়ের মশাল জ্বেলে 
কোন বাঁধাই মানবে না সে, হারবে না সে হারবে না । 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত