কবিতা

কথকতা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২০, ১৭:০২

    কথকতা 

এস.এম. মনজুরুল হান্নান খান

 

জীবনের পালাবদল হয়ে গেছে সেই কবে
ভিন্ন পথ পরিক্রমায় ধাবমান গন্তব্যে
কেবলি অজানা পথে নিরন্তর যাত্রা।

 

দিন রাত্রির বিভেদ রেখা সুখ স্মৃতির মতো ম্লান
তবুও পথ চলা অবিরাম জন্ম জন্মান্তর
কতকাল দেখা হয়নি প্রিয় গোধূলি লগ্ন
প্রতিচ্ছবি  দেখে দেখে ক্লান্ত বিরাণভূমি
ভালবাসার আপন ভুবনে ফেরারি আমি।

জলের ক্যানভাসে জোৎস্নার ছবি -শিহরণ জাগে
জমে থাকা না বলা কথা অবসরে বলবো বলে
সযত্নে তুলে রাখি - 
নিবিড় আলিঙ্গন প্রত্যাশায় যুগযুগ অপেক্ষা।

 

আগামীর সময়ে আগামীর আগমন
শাশ্বত জীবনের সংলাপ জলস্রোতের মতো 
বয়ে চলে আপন সমুদ্র অবগাহনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত