ময়মনসিংহে চলছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৮

সাহস ডেস্ক

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ‘বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন’ এ স্লোগান নিয়ে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা চলছে।

২৩ জানুয়ারি (বুধবার) বেলা ১১টা থেকে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে এ বইমেলা শুরু হয়েছে।

বইমেলার সিনিয়র ইনচার্জ দোলেয়ার হোসেন জানান, ‘সারাদেশে ইতোমধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ৭১টি মেলা করা হয়েছে। ৭২তম মেলা হচ্ছে ময়মনসিংহে। এ বইমেলায় দেশ-বিদেশের প্রায় দেড়শো প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারেরও বেশি বই রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৭ জানুয়ারি।’

সাহস২৪.কম/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত