x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতির উদ্বোধন

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ০০:২৯

সাহস ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে। এটি লম্বায় (উঁচু) ৪৩ ফুট। প্রস্থে ৩৪ ফুট। বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে এ প্রতিকৃতিটি আঁকা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় এটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান, বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

প্রতিকৃতির মাঝখানে বঙ্গবন্ধুর দুটি ছবি রাখা হয়েছে। যা হাতে আঁকা হয়েছে। ছবি দুটির পাশে লেখা আছে ‘যতকাল রবে পদ্মা,মেঘনা,গৌরী, যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’। ১৫ আগস্ট উপলক্ষে তৈরি করা এ প্রতিকৃতি দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানাবে বাংলাদেশ চারুশিল্পী সংসদ। বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরীর এই প্রতিকৃতিটি আঁকতে ভূমিকা রেখেছেন।

এ বিষয়ে কামাল পাশা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকীতে আমরা ৪৩ ফুট দৈর্ঘের এ প্রতিকৃতিটি এঁকেছি। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে এটি তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ছবি। আমরা আশা করি এটি সারা বিশ্বের বিখ্যাত ছবিগুলোর মধ্যে স্থান করে নেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত