‘গ্রিন সিলেট, ক্লিন সিলেট’ স্লোগানে উৎফুল্ল ভক্তরা

সিলেটে মেয়রের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল

প্রকাশ : ১১ মে ২০২৪, ১৭:০৮

Desk Report

সিলেটের রাজপথে পরিচ্ছন্নতা অভিযানে নেমে বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল প্রমাণ করলেন তিনি শুধু খেলার মানুষই নয়, একজন সচেতন এবং সম্মানিত নাগরিক। একজন সফল মানুষ।

রাতের নগরে সিলেটের রাজপথে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমে গেলেন  ক্রিকেটার তামিম ইকবাল। নগরের সিটি পয়েন্ট থেকে কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে তাকে অংশ নিতে দেখা গেছে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তাঁর পাশাপাশি ঝাড়ু হাতে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীও। তামিম ইকবালকে এত কাছে পেয়ে তাঁর ভক্তরাও ভিড় জমান। 

‘গ্রিন সিলেট, ক্লিন সিলেট’ স্লোগানে সিসিক নির্বাচনে জয়লাভ করার পর নগরকে পরিচ্ছন্ন রাখায় জোর দেন মেয়র আনোয়ারুজ্জামান। এরই ধারবাহিকতায় নগরবাসীকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়াতে এমন আয়োজন। 

সিলেটে এমন অনুষ্ঠানে যুক্ত হয়ে দারুণ উৎফুল্ল তামিম ইকবাল বলেন, ‘সারা দেশে সিলেটবাসীর আলাদা সুনাম আছে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসায় এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত