x

এইমাত্র

  •  জাতীয়: ইসির আমন্ত্রণে সংলাপে যাবে না বিএনপি; বিষয়টি নিয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার; বলেছেন মির্জা ফখরুল।
  •  ইন্টারপোলের রেড নোটিশে নাম উঠেছে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানের; তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।
  •  দেশবাংলা: মাগুরায় ট্রাক-কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২। <> জাবিতে ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
  •  আন্তর্জাতিক: ব্রাজিলের রিও ডি জেনিরোতে পুলিশ-অপরাধী সংঘর্ষে নিহত অন্তত ১৩ জন।
  •  ভারতের প্রধানমন্ত্রীর 'মোদি' পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

প্রতিবন্ধী ১০০ পরিবারের পাশে দাঁড়ালো পূর্ণিমা ফাউন্ডেশন

প্রকাশ : ০৬ মে ২০২০, ০০:২১

সাহস ডেস্ক

মহামারী করোনার মারণছোবলে স্থবির হয়ে পড়েছে জনজীবন।  সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের অবস্থাই এই সময়ে সবচেয়ে শোচনীয়। দিন এনে দিন খাওয়া এসব মানুষ ঘরবন্দী থাকায় পড়েছেন অর্থসংকটে। অর্ধাহারে অনাহারে কাটছে দিন। যারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন তারাও যাপন করছেন মানবেতর জীবন। এমন পরিস্থিতিতে ১০০ টি প্রতিবন্ধী পরিবারের পাশে দাড়িয়েছে পূর্ণিমা ফাউন্ডেশন। রাজধানীর বিভিন্ন এলাকায় অনাহারী প্রতিবন্ধী মানুষগুলোর কাছে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছে সংগঠনটি।

৫ মে রাজধানীর মিরপুর ও শেওড়াপাড়ায় ১০০ টি প্রতিবন্ধী পরিবারের কাছে অন্তত ১০ দিনের খাবার পৌছে দিয়েছে পূর্ণিমা ফাউন্ডেশন।

বশির খান। দু চোখে আলো নেই জন্ম থেকেই। খাদ্যসামগ্রি পেয়ে ভারি খুশি তিনি। জানালেন, এই দুর্যোগসময় সময়ে উপার্জন বন্ধ থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি । কোনমতে এক দু বেলা খাবার জুটছে। এই খাবার পেয়ে অন্তত দশ দিন খাবার নিয়ে কোন চিন্তা করতে হবে না।

আরেক শ্রবণ প্রতিবন্ধী মহিলা বেলা রাণী জানান, আমরা সমাজের অবহেলিত মানুষ। সরকারি ত্রাণ পেলেও তা ফুরিয়ে গেছে। তারপর না খেয়েও দিন কাটিয়েছি আমরা। সমাজের বিত্তবান মানুষের প্রতি আমার অনুরোধ, তারা যেন আমাদের প্রতি সদয় হন, এই দুর্যোগময় মুহুর্তে আমাদের সাহায্যে এগিয়ে আসেন।

পূর্ণিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক পূর্ণিমা রাণী শীল গণ মাধ্যমকে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই পূর্ণিমা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে আসছে।

পূর্ণিমা জানান, গেলো ৯ বছর ধরে আমরা নির্যাতিত নারী ও শিশুদের কল্যানে কাজ করছি। করোনার এই দুর্যোগময় সময়ে মানুষ খাদ্যসংকটে পড়েছে, ঘরবন্দী নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষগুলো হয়ে পড়েছে অসহায়। তাই আমাদের সংগঠন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। খাবার তুলে দিচ্ছে অসহায় মানুষগুলোর মুখে।

প্রাণঘাতি এই মহামারি শেষ না হওয়া পর্যন্ত পূর্ণিমা ফাউন্ডেশনের খাদ্যসমাগ্রি বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান পূর্ণিমা রাণী শীল। এ মহৎ কাজকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহবান জানান তিনি। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন প্রথম আলোর ক্যামেরাপার্সন জাকারিয়া মৃধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত