আজ মমতার ভাগ্য নির্ধারণ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২১, ০৯:৩৩

সাহস ডেস্ক
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে ভবানীপুরে জয়ের কোন বিকল্প নেই মমতার হাতে।

গত ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যার ফলাফল আজ রবিবার (৩ অক্টোবর)  প্রকাশ করা হবে।

এই ফলাফল মমতার ভাগ্য নির্ধারণ করবে যে, মমতা বন্দ্যোপাধ্যায় আবারো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকতে পারছেন কি না।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

ভবানীপুরে এবার মোট প্রার্থীর সংখ্যা ১২। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

এদিকে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা প্রক্রিয়া। গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।

সূত্র: আনন্দবাজার।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত