পিরোজপুরে ১ লক্ষ ২৩ হাজার ভাতাভোগীকে ১ বছরে প্রদান করা হয়েছে ৯৬ কোটি টাকা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৬:২৫

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত

জেলায় সদ্য সমাপ্ত অর্থ বছরে ১ লক্ষ ২৩ হাজার ৪শত ৫৪ জন নারী, পুরুষ ও শিক্ষার্থীকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের এবং শিক্ষা উপবৃত্তির মাসিক ভাতা বাবদ ৯৫ কোটি ৪৭ লক্ষ ৪৮ হাজার ২শত টাকা প্রদান করা হয়েছে।
সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এর পিরোজপুর জেলা এবং ৭টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে এ ভাতা প্রদান করা হয়েছে। ১৯৯৬- ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসব ভাতা প্রদান কার্যক্রম শুরু করে। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা, অস্বচ্ছল প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষার্থী, তৃতীয় জনগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপ-বৃত্তি ছাড়াও বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কখনও ভাতাভোগীর সংখ্যা আবার কখনও টাকার পরিমাণ বৃদ্ধি করে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে এ ভাতা কার্যক্রম ব্যাপক ভূমিকা রেখেছে এবং সর্ব মহলে প্রশংসিত হয়েছে। পিরোজপুরে সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরে মাসিক ৬শত টাকা করে ৬২ হাজার ৪১৪ জনকে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এ ভাতা প্রদানে সরকারের ব্যয় হয়েছে ৪৪ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার ৮শত টাকা। মাসিক ৫৫০ টাকা করে ৩০ হাজার ৪৭২ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাকে ২০ কোটি ১১ লক্ষ ১৫ হাজার ২শত টাকা প্রদান করা হয়। অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা দেয়া হয় ২৭ হাজার ৬৪৫ জনকে । প্রতি মাসে ৮৫০ টাকা করে এ খাতে ব্যয় হয় ২৮ কোটি ১৯ লক্ষ ৭৯ হাজার টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেয়া হয় ৮৭৭ জনকে। প্রাথমিক স্তরে মাসে ৭৫০ টাকা, মাধ্যমিক স্তরে ৮শত টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৯শত টাকা এবং উচ্চত্বর স্তরে ১ হাজার ৩শত টাকা প্রদানে ব্যয় হয় ৮৪ লক্ষ ৭৯ হাজার ২শত টাকা। তৃতীয় জনগোষ্ঠীর বিশেষ ভাতা ১৬ জনকে মাসে ৬শত টাকা করে দেয়া হয় ১ লক্ষ ১৫ হাজার ২শত টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা প্রতি মাসে ৫শত টাকা করে ১ হাজার ৩৮৫ জনকে দেয়া হয় ৮৩ লক্ষ ১০ হাজার টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ভাতা প্রদান করা হয় ৬শত ৫ জনকে। প্রথমিক স্তরে প্রতিমাসে ৭শত টাকা, মাধ্যমিক স্তরে ৮শত টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১ হাজার টাকা এবং উচ্চতর স্তরে ১ হাজার ২শত টাকা করে ব্যয় হয়েছে ৫০ লক্ষ ৮৫ হাজার ৬শত টাকা। সমাজে পিছিয়ে থাকা বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা কার্যক্রমের আওতায় ২২ জনকে মাসে ৫শত টাকা করে ১ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়। বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয় ১৮ জনকে। প্রাথমিক স্তরে ৭শত, মাধ্যমিক স্তরে ৮শত, উচ্চ মাধ্যমিক স্তরে ১হাজার এং উচ্চতর স্তরে ১ হাজার ২ শত টাকা করে এ খাতে ব্যয় হয় ১ লক্ষ ৫১ হাজার ২শত টাকা। পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সামাজিক সুরক্ষা এবং মানবিক ্্এ কার্যক্রম দারিদ্র ও অতি দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পিরোজপুরে দারিদ্র ও অতিদারিদ্রের সংখ্যা ক্রমশ: হ্রাস পাচ্ছে। পৌর এলাকার রায়েরকাঠী গ্রামের ৭০ বছর বয়স্ক এসহাক আলী শেখ বলেন এ বয়স্ক ভাতা পেয়ে আমি খুশী এবং আমি উপকৃত হচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত