উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি

গোয়েন্দা পুলিশের অভিযানে ইউপি সদস্য রুবেল হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৯:৫৬

Desk Report

নরসিংদীতে আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২৬ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

ডিবির ওসি জানান, আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রুহুল আমিন বাড়িতে এসেছেন। এমন খবরে ডিবির এসআই মোস্তাক আহমেদ ভুইয়ুম গ্রামে অভিযান চালায়। পরে ভূইয়ম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে রুহুলকে গ্রেফতার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত