মিঠামইনে জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে স্কুলভিক্তিক ডায়ালগ

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ২০:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২৪, ২১:০৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রোববার জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনার উপর স্কুলভিক্তিক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং পপি দিশারি প্রকল্পের পরিচালনায় ডায়ালগ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলার গোপদিঘী জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুলভিক্তিক ডায়ালগ অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুর রহমান। অনুষ্ঠানের মূল অধিবেশন হল জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনার উপর ডায়ালগ ও কুইজ প্রতিযোগিতা এবং এর বিভিন্ন মেসেজ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া।

প্রতিযোগিতায় অনুমানিক ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিল এবং ২০ সদস্যের মোট ২টি দলের মাধ্যমে পরিচালিত হয়েছে। কমিটির মাধ্যমে ‘বি‘ দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মো. ছাইদুর রহমান সমাপনী বক্তৃতায় বলেন, সুন্দর এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। আমরা প্রতি মাসে আমাদের স্কুলে নিজস্ব ব্যবস্থাপনায় এই প্রতিযোগীতার আয়োজন করব।

অনুষ্ঠান সঞ্চালন করেন পপি দিশারি প্রকল্পের ফিল্ড অফিসার মঈন উদ্দিন আহমেদ।