লালমনিরহাট-৩ আসনে নৌকা প্রত্যাশী অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে গণমিছিল
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২০:২৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছেন জেলার বিভিন্ন স্তরের অন্তত ১০ হাজার দলীয় নেতাকর্মী।
সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় লালমনিরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের বিশাল এই মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ আশরাফ হোসেম বাদল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাঃ সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফ ইসলাম সহ মিছিলে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেয়।