মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৭:৫৫

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

সরকার পতন ও নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএন‌পি-জামায়া‌ত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতা‌লের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই প্রত্যক্ষদর্শীরা আগুন নিভিয়ে ফেলে।

বিষটি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান। মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলির মুখে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এদিকে, বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত