দিয়াশলাই আনতে দোকানে গিয়ে ভাই-বোন নিখোঁজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৭:১১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিখোঁজ ভাই-বোন

ব্রাহ্মণবাড়িয়ায় মুদির দোকানে দিয়াশলাই আনতে গিয়ে ফাতেমা ও মঈন উদ্দিন নামের দুই ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। 

সোমবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ ফাতেমা (৫) ও মঈন উদ্দিন (৩) জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার কাউসার মিয়ার সন্তান। 

জানা যায়, কাউসার মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ পোয়া পুকুরের উত্তরপাড় হাজী মোহাম্মদ আলী ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। কাউসারের স্ত্রী মানুষের বাসা-বাড়িতে কাজ করে। আজকে সকালে ফাতেমা ও মঈন উদ্দিনকে দিয়াশলাই আনার জন্য পাশের মুদি মালের দোকানে পাঠান। এরপর থেকে ফাতেমা ও মঈন উদ্দিন নিখোঁজ হয়। সন্তানদের খোঁজ না পেয়ে পরিবারের কান্নার রোল লেগেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে দুইটি শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত