মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সেনাকল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুণে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট পাঁচটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।

এরআগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত